মোবাইল ফোনে ভ্যাট কমানো ও রেজিস্ট্রেশন সহজীকরণের দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ | Daily Chandni Bazar মোবাইল ফোনে ভ্যাট কমানো ও রেজিস্ট্রেশন সহজীকরণের দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৪
মোবাইল ফোনে ভ্যাট কমানো ও রেজিস্ট্রেশন সহজীকরণের দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনে ভ্যাট কমানো ও রেজিস্ট্রেশন সহজীকরণের দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ

মোবাইল ফোনের ওপর আরোপিত ৫৭ শতাংশ ভ্যাট কমিয়ে সর্বোচ্চ ২০ শতাংশে নির্ধারণ এবং মোবাইল রেজিস্ট্রেশন সিস্টেম সহজীকরণ– এ দুই দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন মার্কেটের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মিছিলটি সাতমাথা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

“৫৭% ভ্যাট অযৌক্তিক”— ব্যবসায়ীদের অভিযোগ

সমাবেশে বক্তৃতা করেন বগুড়া পুলিশ প্লাজা মোবাইল মার্কেটের সভাপতি শামীম সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, টিএমএসএস মোবাইল মার্কেটের সাংগঠনিক সম্পাদক রনি মাহমুদসহ আরও অনেকে।

বক্তারা বলেন,
“মোবাইল ফোনে ৫৭ শতাংশ ভ্যাট পৃথিবীর কোনো দেশেই নেই। বেশিরভাগ দেশে ভ্যাট সর্বোচ্চ ২০ শতাংশ। আমাদের দেশেও এই হার ২০ শতাংশ করা হলে ব্যবসায়ীরা তা পরিশোধে প্রস্তুত।”

তাদের অভিযোগ, একটি সিন্ডিকেটের মাধ্যমে অস্বাভাবিক হারে ভ্যাট বাড়ানোর চেষ্টা চলছে, যা ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ভ্যাট বাড়ার ফলে একজন সাধারণ ক্রেতা তার পছন্দের মোবাইল ফোন কিনতে সক্ষম হবেন না।

রেজিস্ট্রেশন ব্যবস্থা আরও সহজ করার দাবি

ব্যবসায়ীরা আরও বলেন, বাংলাদেশে সব মডেলের ফোন পাওয়া যায় না। ফলে বিদেশ থেকে ব্যবহৃত ও পুনঃসংস্কার করা (used/ refurbished) বিভিন্ন ফোন এনে বাজারজাত করা হয়।

সরকারি নিয়মে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও বর্তমান প্রক্রিয়াটি অনেকের জন্য জটিল বলে উল্লেখ করে তারা দাবি জানান—
“রেজিস্ট্রেশন সিস্টেম আরও সহজ ও ব্যবহারবান্ধব হতে হবে। যাতে সহজে রেজিস্ট্রেশন করা যায় এবং প্রয়োজনে বাতিলও করা যায়।”

ব্যবসায়ীরা দ্রুত ভ্যাট হার পুনর্বিবেচনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।