২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ম্যানেজারসহ তিনজনের কারাদণ্ড | Daily Chandni Bazar ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ম্যানেজারসহ তিনজনের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ০০:০৪
২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ম্যানেজারসহ তিনজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক

২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ম্যানেজারসহ তিনজনের কারাদণ্ড

বগুড়ায় অভিযান চালিয়ে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র‍্যাব–১২। বুধবার [১০ ডিসেম্বর] সকালে শহরের কালিতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পলিথিন গোডাউনের ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

হেলালুজ্জামান [৪৫], আটাপাড়া, বগুড়া সদর – গোডাউনের ম্যানেজার

রফিকুল ইসলাম [৪০], নাটাইপাড়া

জাকারিয়া [২২], গোকুল

র‍্যাব–১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কালিতলা এলাকার ঝরনা হোমিও হলের পূর্ব পাশে ভান্ডারি পাইপ ফ্যাক্টরি–সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউন ও একটি ট্রাক থেকে মোট ২৬ টন [২৬ হাজার কেজি] নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। আটক তিনজন জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন মজুত ও বিক্রির কথা স্বীকার করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

পরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি পরিবেশ সংরক্ষণ আইনে ম্যানেজার হেলালুজ্জামানকে ২ লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড দেন। সহযোগী রফিকুল ইসলামকে এক মাস এবং জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “এটি একটি সংঘবদ্ধ চক্র। এর আগেও ডিবি পুলিশ এখানে অভিযান চালিয়ে প্রায় ১২ টন পলিথিন জব্দ করেছিল। মূল মালিক আমিনুর ইসলাম শিবুকে পাওয়া যায়নি; তাই ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, জব্দ করা ২৬ টন পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব–১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন,
“পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”