বগুড়ায় মানবাধিকার কমিশনের র‌্যালি ও পথসভা | Daily Chandni Bazar বগুড়ায় মানবাধিকার কমিশনের র‌্যালি ও পথসভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ০০:২৩
বগুড়ায় মানবাধিকার কমিশনের র‌্যালি ও পথসভা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মানবাধিকার কমিশনের র‌্যালি ও পথসভা

 বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার আয়োজনে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক বর্নাঢ়্য রালী জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ঐতিহাসিক সাত মাথায় এক পথ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির গর্ভনর আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিত্থি ছিলেন মোঃ আব্দুল বাসেত,সভাপতিত করেন জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলু। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক, সহ সভাপতি নির্জা আহছানুল হক দুলাল, আলহাজ্ব নূরে আলম চৌধুরী, মোঃ ইলিয়াস,  সহ সাধারণ সম্পাদক: আতাউল ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক:নুরুজ্জামান  আবুল কালাম,নাসিরুদ্দিন, মোকলেসুর,আরিফুল, অনামিকা, গফুর প্রা:, সাইফুল, রাইন, হাবিব ও রন্জু প্রমূখ 

সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল মাহমুদ ও তিনি বক্তব্যে আরো  বলেন এবারের জাতিসংঘ  প্রতিপাদ্যে” মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য।