পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস পালন | Daily Chandni Bazar পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ০০:২৭
পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস পালন
পাবনা জেলা সংবাদদাতাঃ

পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

"মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য" প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। 

 
বুধবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রদক্ষিণ করে ক্যাম্পাস পার্কে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 
 
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এমপাওয়ার হার প্রজেক্টের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর পরিচালনা ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চাটমোহর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার আরিফ আহমেদ সিদ্দিকী।
 
শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শতাধিক নারী অংশগ্রহণ করেন। 
 
আলোচনা সভায় বক্তারা মানুষের অধিকার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় নিজ থেকে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ জায়গা থেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সহায়তায় মানবাধিকার নিশ্চিত করবেন বলে আলোকপাত করেন।