১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই বছরের সাজিদ, চলছে সুরঙ্গ খোঁড়ার চেষ্টা | Daily Chandni Bazar ১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই বছরের সাজিদ, চলছে সুরঙ্গ খোঁড়ার চেষ্টা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই বছরের সাজিদ, চলছে সুরঙ্গ খোঁড়ার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই বছরের সাজিদ, চলছে সুরঙ্গ খোঁড়ার চেষ্টা

রাজশাহীর তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাতভর অভিযান চালানোর পরও তাকে শনাক্ত করতে পারেনি। বৃহস্পতিবার ভোর থেকে শিশুটিকে উদ্ধারে সুরঙ্গ খোঁড়ার নতুন ধাপের কাজ শুরু করেছে তারা।

ঘটনাটি ঘটে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। স্থানীয়রা জানান, বাড়ির পাশের পরিত্যক্ত একটি গভীর নলকূপে হঠাৎ করেই পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে একটি স্কেভেটর দিয়ে মাটি খনন শুরু করা হলেও পরে মোট তিনটি স্কেভেটর দিয়ে দ্রুত গতিতে খননের কাজ চালানো হয়।

তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট রাতভর অভিযান পরিচালনা করে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার পর এখন সুরঙ্গ খোঁড়া হচ্ছে শিশুটির অবস্থানস্থলে পৌঁছানোর জন্য।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন শত শত মানুষ। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা ক্যামেরা নামানো হয় নলকূপে। কিন্তু ওপরে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে ক্যামেরায় শিশুটিকে দেখা যায়নি। তবে দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা গিয়েছিল বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, “উদ্ধার কাজ চলছে। নলকূপের পাশের গর্ত কাটা শেষ হয়েছে। এখন সুরঙ্গ খোঁড়া হচ্ছে শিশুটির কাছে পৌঁছাতে।”