রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গর্ত থেকে বের করে আনা হয়। পরে অচেতন অবস্থায় দ্রুত হাসপাতলে পাঠানো হয় শিশুটিকে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাইরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের একাধিক ইউনিট উদ্ধারকাজ শুরু করে।
প্রথমে স্কেভেটর দিয়ে নলকূপের পাশ থেকে মাটি খনন করা হয়। পরে প্রায় ৩০ ফুট গভীর গর্ত তৈরি করে সেখান থেকে সুরঙ্গ খুঁড়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হয়। দীর্ঘসময় ক্যামেরা নামিয়ে অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হলেও মাটি ও খড়ের স্তর থাকায় শিশুটিকে সঠিকভাবে দেখা যায়নি।
টানা ৩২ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার রাতে শিশুটিকে অবশেষে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকারী দলের সদস্যরা জানান, “অনবরত চেষ্টা ও সাবধানতার সঙ্গে কাজ করতে হয়েছে। গর্তের গঠন এবং তলদেশে মাটি ধসে পড়ার ঝুঁকি থাকায় সময় লেগেছে।”
এদিকে খবর ছড়িয়ে পড়লে উদ্ধারস্থলে ভিড় জমায় শত শত মানুষ। শিশুটির সুস্থতার জন্য স্থানীয়রা দোয়া প্রার্থনা করেন।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, হাসপাতালে চিকিৎসা চলছে এবং শিশুটির অবস্থা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।