বগুড়ার গাবতলীতে বেদে-পল্লী ও স্থানীয়দের সংঘর্ষে যুবক নিহত, কমপক্ষে ১০ জন আহত | Daily Chandni Bazar বগুড়ার গাবতলীতে বেদে-পল্লী ও স্থানীয়দের সংঘর্ষে যুবক নিহত, কমপক্ষে ১০ জন আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৪
বগুড়ার গাবতলীতে বেদে-পল্লী ও স্থানীয়দের সংঘর্ষে যুবক নিহত, কমপক্ষে ১০ জন আহত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে বেদে-পল্লী ও স্থানীয়দের সংঘর্ষে যুবক নিহত, কমপক্ষে ১০ জন আহত

বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদে পল্লীতে স্থানীয়দের সঙ্গে বেদে সম্প্রদায়ের সংঘর্ষে এক যুবক নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার [১১ ডিসেম্বর] সকালেই নাড়ুয়ামালা বাজার সংলগ্ন অস্থায়ী বেদে পল্লীতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম শাকিল [২৫], তিনি বেদে পল্লীর বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার [১০ ডিসেম্বর] রাতে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের রাশেদ ইসলাম [৪০] বেদে পল্লীর একটি ঝুপড়িতে প্রবেশ করেন। বেদে সম্প্রদায়ের লোকজন তাকে আটক করে রাখে। বৃহস্পতিবার সকালে রাশেদুলের মামাতো ভাই বিশুর নেতৃত্বে অর্ধশতাধিক নারী-পুরুষ বেদে পল্লীতে এসে রাশেদুলকে ছিনিয়ে নিতে গিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বেদে সম্প্রদায়ের শাকিল ও জামরুল [২৮] ছুরিকাঘাতের শিকার হন। এছাড়া বিশু [২৮], সম্রাট [২0], নাঈম [২২] ও তৌফিকসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে জামরুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিশুর বোন জমেলা নামে এক নারীকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “বেদে পল্লীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহত শাকিলের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।”