প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ২৩:৪৯
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
আল- মামুন, বগুড়াঃ
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া শহরের ২০ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব নাটাই পাড়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহিলানেত্রী শিউলি বেগমের উদ্যোগে এ দোয়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও বগুড়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি। দোয়া মাহফিলে স্থানীয় নারী নেত্রীবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা, দেশের কল্যাণ এবং জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।