প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫৪
পূর্ব বগুড়ার জমি দখলে নেওয়া কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, প্রতিবাদ ও মিথ্যাচারের অভিযোগ
হেলাল, বগুড়া
গতকাল বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাটাইপাড়া এলাকার লতিফুল বারী রঞ্জু।- ছবি- হেলাল
বগুড়া প্রেসক্লাবে নাটাইপাড়া এলাকার হাসনা বেওয়ার সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন লতিফুল বারী রঞ্জু। লিখিত বক্তব্যে তিনি বলেন গত ১০ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে পৌরসভার নাটাই পাড়ার জনৈক হাসনা বেওয়া, স্বামী মৃত আজিজার রহমান তার স্বত্ব দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখলের জন্য গাছ কেটে এবং টিনের ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমি মোঃ লতিফুল বারী রঞ্জু ও আমার সহোদর ভাই মতিউর রহমান সনজুসহ আমার আত্মীয় স্বজনসহ এলাকার সম্মানীয় ব্যক্তি মোঃ ইমান হোসেন সরকার সাজুসহ এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
তিনি জানান, জেলা থানা বগুড়া মৌজা নাটাই, জে.এল নং-১৪৪, খতিয়ান নং-২৫-১০৩৭ (খারিজি খতিয়ান), সাবেক দাগ নং-২৫৬, হাল দাগ নং-১৮৭৮, জমির পরিমান-০৮-২ শতাংশ জমি সংবাদ সম্মেলনে অভিযোগ কারী মোছাঃ হাসানা বেওয়ার স্বামী জিবিত থাকাকালে বিগত-২১/০৯/১৯৭৮ইং তারিখে ১৮১৬ নং সাব কবলা দলিল মূলে এবং ০১/১০/১৯৮০ইং তারিখের ১৯, ১৬০ নং কবলা দলিল মূলে মোছাঃ করিমন নেছা, স্বামী মোঃ সিরাজুল হক এর নিকট বিক্রয় করে এবং অভিযোগ কারীনির স্বামীর বড় ভাই উক্তজোত হইতে- ১৯/০১/১৯৭৬ইং তারিখের ১৭৩৬ নং কবলা দলিল মূলে এ.কে এম সাইফুল হক ও এ.কে এম আশরাফুল হকের নিকট বিক্রয় করে নিঃস্বত্ব বান হন। উক্ত সম্পত্তি লইয়া আদালতে অভিযোগ কারীর বাদীদের কোন মোকদ্দমা হয় নাই। অভিযোগকারী অন্যায় লাভের আশায় উল্লেখিত সম্পত্তি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার এবং আমার ভাই ও আত্মীয় স্বজনসহ এলাকার সম্মানিয় ব্যক্তি মোঃ ইমাম হোসেন সরকার সাজুর মান-সম্মান ক্ষুন্নের চেষ্টা করে উক্ত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এহনো কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহব্বান জানাচ্ছি।