রাজশাহীতে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar রাজশাহীতে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ ০০:২৯
রাজশাহীতে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী অনূর্ধ্ব-১৪ বালক বালিকাদের এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ১০০মিটার দৌড়ে ফিডলাইট ফুটবল একাডেমির দেবকুমার, ২০০ মিটার দৌড়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের মোঃ আরিফ, ৪০০ মিটার দৌড়ে দামকুড়াহাটের মোঃ মহিম হোসেন, দীর্ঘ লাফে ফিডলাইট ফুটবল একাডেমির শ্রী দেবকুমার, উচ্চ লাফে একই স্কুলের শ্রী দেবকুমার, গোলক নিক্ষেপে পোস্টাল কমপ্লেক্সের মোঃ নাদিম, চাকতি নিক্ষেপে শিশু বিকাশ কেন্দ্রের শিমসন ও মোরগ লড়াইয়ে স্যাটেলাইট টাউন হাই স্কুলের মোস্তফা প্রথম স্থান অধিকার করে।

উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান।

এসময় তিনি অংশগ্রহণকারী বালক বালিকাদের খেলার নিয়ম নীতি ও দীর্ঘপথ চলার বিষয়টি তুলে ধরে বলেন, ভালোকে ভালো, মন্দকে মন্দ, খারাপকে খারাপ, ভুলকে ভুল বলতে হবে তবেই একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠা যাবে।

এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার, এ্যাডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, মেহেদী হাসান পুলক, সংগঠক মোঃ সাইফুল আজিজ. সৈয়দ আনিসুর রহমান শিমুল, লোকনাথ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ জাফর ও শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোঃ হাবিবসহ অন্যর‌্যা উপস্থিত ছিলেন।