দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, উৎসবের আমেজ বগুড়ার বাগবাড়ীতে | Daily Chandni Bazar দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, উৎসবের আমেজ বগুড়ার বাগবাড়ীতে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২০:৫৩
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, উৎসবের আমেজ বগুড়ার বাগবাড়ীতে
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, উৎসবের আমেজ বগুড়ার বাগবাড়ীতে

বগুড়ার গাবতলীতে ‘জিয়া বাড়ি’ । ছবি- জাগো নিউজ হতে সংগৃহীত।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এখন সাজ সাজ রব। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

দলীয় সূত্র জানায়, চার দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিন আগামী ১৪ জানুয়ারি গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ‘জিয়া বাড়ি’তে যাবেন তারেক রহমান। এ উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বাড়িটির ব্যাপক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

সরেজমিনে দেখা গেছে, জিয়া বাড়ির মূল ফটক থেকে শুরু করে পুরো আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। চারপাশে লাগানো হচ্ছে নানা প্রজাতির ফুলের চারা, সাজানো হচ্ছে বাড়ির পরিবেশ। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই ঐতিহাসিক বাড়িটি একনজর দেখার জন্য।

ঢাকা থেকে আসা দর্শনার্থী তাহমিনা বেগম বলেন, ‘জিয়াউর রহমানের পৈতৃক বাড়ির কথা অনেক শুনেছি। তারেক রহমান আসছেন জেনে এখানে এসেছি। জায়গাটিতে এসে এক ধরনের আবেগ অনুভব করছি।’

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, ‘বগুড়ার সন্তান তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহুদিন। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।’

বাড়ির কেয়ারটেকার আব্দুস সাত্তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘বেগম জিয়া ও তারেক রহমানের অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে তার ফেরার পথ চেয়েই দিন কাটিয়েছি।’

প্রস্তুতি বিষয়ে বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস বলেন, ‘তারেক রহমান বগুড়ার গর্ব। দীর্ঘ ১৯ বছর পর তিনি নিজের শেকড়ে ফিরছেন। শুধু বিএনপি নয়, পুরো বগুড়াবাসী তাকে বরণ করতে প্রস্তুত।’

উল্লেখ্য, ২০০৬ সালের পর দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। সফরের শেষ পর্যায়ে পৈতৃক ভিটায় তার অবস্থানকে কেন্দ্র করে গাবতলী ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য বিপুল জনসমাগম সামাল দিতে প্রশাসন ও দলীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।