গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা | Daily Chandni Bazar গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২১:৫৫
গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা

শুক্রবার গাবতলীর পেরিহাট স্মৃতিসংঘ ক্লাবের আয়োজনে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন। ছবি- সংবাদদাতা

গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরিহাট স্মৃতি সংঘ ক্লাবের আয়োজনে ৯ জানুয়ারী শুক্রবার কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা পেরিহাট খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান খোকন, সদস্য সচিব উজ্জ্বল সরকার, মহিষাবান ইউনিয়ন তাতীঁদলের সভাপতি আব্দুল আলিম লালু, পেরি গ্রামের ইব্রাহিম শাহ, মাওলানা ইউনুস, মন্তেজার মাস্টার, বাচ্চু মন্ডল, পেরিহাট স্মৃতি সংঘ ক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ফারুক পাইকার, অত্র ক্লাবের জাফর, ডালিম, নুর আলম প্রমুখ। খেলায় মিন্টু একাদশ মহাস্থানকে ৫-০ গোলে পরাজিত করে চার বন্ধু ফুটবল একাদশ রামচন্দ্রপুর শাজাহানপুর। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।