কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চক্র ধ্বংস করতে থানা পুলিশ ১১ জনকে আটক করেছে। এ সময় ডিভাইস, প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ আটক করা হয়েছে অভিযোগিত পরীক্ষার্থী, শিক্ষক ও প্রশ্নফাঁস চক্রের সদস্যদের।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ৯ জানুয়ারি বিকালে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের পাশের কাজীপাড়া এলাকায় একটি বাসা থেকে ৬ জন এবং নাগেশ্বরী বাস্ট্যান্ডে একটি প্রাইভেটকার থেকে আরও ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রশ্নপত্র, উত্তরপত্র, ডিভাইস এবং বেলচেক উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন:
বেলাল হোসেন - ৩৮, পিতা- আব্দুল হামিদ, আরজিকুমারপুর, নাগেশ্বরী
আনোয়ার হোসেন - ২৮, পিতা-মোঃ ময়নুল হক, চর দামালগ্রাম, রায়গঞ্জ, নাগেশ্বরী
মিনারুল ইসলাম - ৪০, পিতা-মৃত বাহাদুর আলী, বামনডাঙ্গা, নাগেশ্বরী
শাহজামাল - ২৭, পিতা-মোঃ ওয়াহেদুজ্জামান, বেরুবাড়ী, থানা-নাগেশ্বরী
বাবু ইসলাম - ৩২, পিতা-মৃত আবুল কাশেম, কাজীপাড়া, নাগেশ্বরী
মোছাঃ জান্নাতুল নাঈম মিতু - ২৬, পিতা-মৃত জয়নাল আবেদীন, ০১ নং ওয়ার্ড, নাগেশ্বরী পৌরসভা
আব্দুল লতিফ - ৫২, পিতা-মোঃ আজিজার রহমান, নাগেশ্বরী
শরিফুজ্জামান সিদ্দিকী - ৪০, পিতা-মৃত নাজির হোসেন সিদ্দিকী, ফুলবাড়ী, কুড়িগ্রাম
হিমেল মাহমুদ - ২৮, পিতা-মোঃ আব্দুল মালেক মৃধা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর
মোছাঃ চামেলী আক্তার - ২৯, পিতা-মোঃ ইদ্রিস মোড়ল
মাহবুব খান - ৩৫, পিতা-মোঃ হারুন খান, রামপুরা, ডিএমপি, ঢাকা
নাগেশ্বরী থানার পুলিশ এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।