রেললাইন ভাঙাতে ৪০ মিনিট দেরিতে আড়ানী ছাড়ে সিল্কসিটি | Daily Chandni Bazar রেললাইন ভাঙাতে ৪০ মিনিট দেরিতে আড়ানী ছাড়ে সিল্কসিটি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২২:০৮
রেললাইন ভাঙাতে ৪০ মিনিট দেরিতে আড়ানী ছাড়ে সিল্কসিটি
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রেললাইন ভাঙাতে ৪০ মিনিট দেরিতে আড়ানী ছাড়ে সিল্কসিটি

ভাঙা রেললাইনের উপর দিয়ে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ২০ মিনিট লেটে সকাল আটটায় ছেড়ে আড়ানী স্টেশনের অদূরে রেললাইন ভাঙার কারণে আটকে যায়। সেখান থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে ফের যাত্রা করেছে। সারদহ রোড স্টেশনে দাঁড়িয়ে ছিল মহানন্দা ট্রেন। আর আড়ানীতে ঈশ্বরদী কমিউটর ট্রেন। 

জানা গেছে, সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ছাড়ার সময় রাজশাহীতে ২০ মিনিট লেট করে। এরপর আড়ানী রেলস্টেশন এলাকায় লাইন ভাঙার কারণে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। সেখানে ট্রেনটি প্রায় ৪০ মিনিট থেমে থাকে ট্রেনটি। এরপরে রেলওয়ের কর্মীরা কোনভাবে মেরামত করে ট্রেন পার করে দেয়। 

স্থানীয় রেলকর্মীরা জানান, আড়ানী স্টেশন সংলগ্ন রেললাইনের একাংশ ভেঙে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে মেরামতের কাজ শুরু করা হয়। এরইমধ্যে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও  নিরাপত্তার কারণে ট্রেন থামানো হয়। 

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান  বলেন- সব মিলে ৪০ মিনিটের মতো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়েছিল। তারপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ওখানে রেলওয়ের শ্রমিকরা কাজ করছে।