প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২২:৩১
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সাথে থাকা আল আমিন ও রুবেল নামের দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
ইয়ানূর পাঁচবিবি শালায়পুর ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ও পদ প্রত্যাশী হিসাবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুক্তাদুল হক আদনান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ আইনের বিচার দাবী করেন।
নিহতের পরিবার ও গ্রামবাসী জানান, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্ধ শুরু হয়। গ্রামবাসী ইয়ানুর ও মোস্তফা গ্রপে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।
নিহত ইয়ানুরের ভাই মমিনুল ইসলাম রাজনৈতিক গ্রুপিং এবং ও মসজিদের গচ্ছিত টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
জানাযায়,বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিন ও রুবেলকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি- গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে ইয়ানূর ও আল আমিন ও রুবেলের উপর প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা গুরুতর আহত হয় ও চিৎকার দেয়। সড়কের পাশে থাকা গ্রামবাসী এগিয়ে এসে তাদের দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানুর মারা যায়। গুরুত্বর আহত আল আমিন ও রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, মসজিদের টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে,অধিগত তদন্ত চলছে। ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।