জাপার ভাঙা কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে গণভোটের প্রচারণার ঘোষণা জুলাই যোদ্ধাদের | Daily Chandni Bazar জাপার ভাঙা কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে গণভোটের প্রচারণার ঘোষণা জুলাই যোদ্ধাদের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬ ২৩:৩৯
জাপার ভাঙা কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে গণভোটের প্রচারণার ঘোষণা জুলাই যোদ্ধাদের
নিজস্ব প্রতিবেদক

জাপার ভাঙা কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে গণভোটের প্রচারণার ঘোষণা জুলাই যোদ্ধাদের

বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) ভাঙচুর হওয়া কার্যালয়ে ব্যানার ঝুলিয়ে সেখানে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। তারা ঘোষণা দিয়েছেন, এখন থেকে ওই কার্যালয় থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের প্রচারণা চালানো হবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণভোট ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানিয়ে দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে এসব ব্যানার টাঙানো হয়েছে। এ সময় একদল লোক বিক্ষোভ মিছিল নিয়ে কার্যালয়ের সামনে গিয়ে ভেতরে ও বাইরে দুটি ব্যানার স্থাপন করেন।

কার্যালয়ের ভেতরে টাঙানো ব্যানারে লেখা রয়েছে— ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। একই সঙ্গে লেখা আছে— ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’

অন্যদিকে, বাইরে টাঙানো ব্যানারটিতে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানারে ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা রয়েছে।

নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেওয়া নুর মোহাম্মদ জুবায়ের বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি, তারপরও তারা বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারে না।”

জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা সংগঠনের রাজশাহী বিভাগীয় সহসম্পাদক মো. নাহিদ বলেন, “আমরা জাতীয় পার্টির এই কার্যালয় থেকেই গণভোটের প্রচারণা চালাব। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার অংশ হিসেবেই এই উদ্যোগ। এখানে মানুষকে বোঝানো হবে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ দিলে কী হবে।”

জাতীয় পার্টির কার্যালয় কেন বেছে নেওয়া হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা আওয়ামী লীগের দোসর। জাপা জেলা সভাপতি জিন্নাহর লোকজন আমাদের সংগঠনের সদস্যদের নানাভাবে হুমকি দিয়েছে এবং কয়েকজনকে ধাক্কাধাক্কিও করেছে। সে কারণেই আমরা সেখানে অবস্থান নিয়েছি।”

এনসিপির বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। তারা এই কার্যালয়ে এলে সাধারণ জনগণ তাদের প্রতিহত করবে। এখান থেকেই জুলাই যোদ্ধারা গণভোটের প্রচারণা চালাবে। তাছাড়া অফিসটি জাতীয় পার্টির নামে লিজ নেওয়া নয়।”

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। কার্যালয়টির বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ প্রসঙ্গে বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে গত ৭ ফেব্রুয়ারি এবং ১ আগস্ট— দুই দফায় জাতীয় পার্টির বগুড়া কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।