৩০ লাখ টাকা আত্মসাৎ ও জীবনের নিরাপত্তার দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar ৩০ লাখ টাকা আত্মসাৎ ও জীবনের নিরাপত্তার দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:০৭
৩০ লাখ টাকা আত্মসাৎ ও জীবনের নিরাপত্তার দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তিঃ

৩০ লাখ টাকা আত্মসাৎ ও জীবনের নিরাপত্তার দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন

ঢাকা মিরপুর ক্যান্সার হাসপাতালের লটারিতে ৩০ লাখ টাকা জেতার পর তা আত্মসাৎ, প্রতারণা ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনে প্রশাসনের কাছে বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন বগুড়ার এক ব্যক্তি।

শনিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. রুবেল। তিনি বগুড়া সদর উপজেলার বানদিঘী ইউসুফপুর পাড়ার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মো. রুবেল জানান, ২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা মিরপুর ক্যান্সার হাসপাতালের লটারির টিকিটে প্রথম পুরস্কার হিসেবে তিনি ৩০ লাখ টাকা পান। ওই লটারির টিকিট নম্বর ছিল গ-৫১৯১০১। তবে টিকিটটি আত্মসাতের উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ির লোকজন ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির সদস্য শহিদুল, মান্নান, হালিমা ও সাদিনা টিকিটটি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় কালিবালা দক্ষিণপাড়া এলাকায় অবস্থানকালে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। প্রাণনাশের আশঙ্কায় তিনি স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে মধ্যরাতে বাড়ি ত্যাগ করে চিকিৎসা নেন এবং পরে থানায় মামলা করেন বলে দাবি করেন।

মো. রুবেল আরও অভিযোগ করেন, তার স্ত্রী জেসমিন আক্তার সাগরিকাকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে শ্বশুরবাড়ির লোকজন আটকে রাখে। পরবর্তীতে প্রলোভনের বশবর্তী হয়ে তার স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন। ২০২০ সালে জেলা লিগ্যাল এইড অফিসে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। পরে ২০২০ সালের ১০ জুন তাকে তালাক দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তালাকের পরও লটারির টিকিটটি শহিদুল আত্মসাৎ করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সম্পর্কেও নানা জটিলতা ও হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মো. রুবেল প্রশাসনের কাছে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মসাৎকৃত ৩০ লাখ টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও পারিবারিক ক্ষতির সুষ্ঠু তদন্ত এবং বিচার কামনা করেন।