নওগাঁর বদলগাছী ঝুকিপূর্ন ছোট যমুনা নদীর বাঁধ সংস্কারে নওগাঁ জেলা পানিউন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। বিগত বর্ষা মৌসুমে উপজেলার কাষ্টডোব বাঁকে ছোট যমুনা নদীর পূর্বপাশে প্রায় দুই শত ফিট বাঁধ ধ্বসে পড়ে এবং বাঁধের পাকা সড়কের প্রয় দুই ফিটের মত ভেঙ্গে পড়েছে। স্থানীয় লোকজন জানায় বিগত বর্ষা মৌসুমে কাষ্টডোব বাঁকে ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিলে এলাকাবাসী শতর্কাবস্থায় থাকে। পরবর্তীতে নদীর পানি নেমে গেলে প্রয় দুই শত ফিট বাঁধ ধ্বসে পড়ে। আবার সড়কের মাঝখাখে হালকা ফাটল ধরে আছে। শুস্ক মৌসুমে ঝুকিপূর্ন বাঁধ সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে যদি বাঁধ ভেঙ্গে যায় তাহলে এলাকাবাসী ক্ষতির সম্মূখীন হবে। পথচারী আলতাফসহ এলাকাবাসী আরো জানাই নওগাঁর জেলার মধ্যে বদলগাছী উপজেলা উন্নত কৃষি প্রধান এলাকা। এই উপজেলায় ধানের তিন ফসলসহ সারাবছর সবজি চাষ করা হয়। সংস্কারের অভাবে বাঁধ ভেঙ্গে গেলে যে পরিমান বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে তার ১০ গুন ক্ষতি হবে ফসলের। ফসল ক্ষতি মানে এলাকাবাসীর স্বপ্ন তলিয়ে যাওয়া। তাছাড়া ছোট যমুনা নদীর এই বাঁধ এলাকাবাসী চলাচলের এক মাত্র পথ। বহু বছর আগে পারসোমবাড়ি থেকে বদলগাছী পর্যন্ত এই বাঁধে পাকা সড়ক নির্মান করা হয়েছে। এক সপ্তাহ যদি বর্ষা লেগে থাকে তাহলে ঝুকিপূর্ন স্থানে সড়ক ভেঙ্গে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন এলাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন বলেন দ্রুত ভাংগন স্থানটি সংস্কার করা প্রয়োজন। নইলে এলাকাবাসী ক্ষতির মুখে পড়বে।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন দুশ/তিনশ ফিট ছোটখাটো ভাংগন কোন বিষয় না। পদ্মা নদী দুই কিলো তিন কিলো ভেঙ্গে যায়। সেটা হলো ভাংগন। তার পরেও আমরা বরাদ্দ চেয়েছিলাম পাইনি। যদি পাই তাহলে সংস্কার করা হবে।