দুপচাঁচিয়ার পল্লীতে প্রবাসীর বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৩লাখ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছেন। গত ৯জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের খলিশ্বর গ্রামে প্রবাসী মোকছেদ প্রামানিকের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
প্রবাসীর ভাই মিলন প্রামানিক জানান, ঘটনারদিন বুলবুলি বেগম তার বাড়িতে তালা দিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যান। রাত প্রায় ১২টার সময় তার বাড়িতে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে বাড়ির ২টি ঘরের সম্পূর্ণ আসসাসপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বুলবুলি বেগম জানান, আগুন লাগার কথা শুনে দ্রুত বাড়িতে এসে দেখি বাড়ির সম্পূর্ণ আসবাবপত্র, নগদ ৩লাখ টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৬লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।