আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান সোহেলের | Daily Chandni Bazar আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান সোহেলের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:২৭
আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান সোহেলের
খবর বিজ্ঞপ্তিঃ

আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান সোহেলের

বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, মানুষের তৈরি আইনে দেশে খুন, ধর্ষণ ও রাজনীতি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে একমাত্র আল্লাহর আইনই কার্যকর।

শুক্রবার রাতে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগছা হাফেজিয়া মাদরাসা ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি এই বক্তব্য দেন।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৫ নং রাজাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম জিহাদী (সাতক্ষীরা), আব্দুল্লাহ আল মাসউদ বিন আব্দুল মান্নান, আব্দুল হান্নান মাস্টার প্রমুখ। এছাড়া মাহফিলে হিফজ সমাপ্তকারীদের পাগড়ী প্রদান করা হয়।