প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:২৯
গাবতলীতে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ
সাব্বির হাসান, গাবতলী, বগুড়া :
শনিবার বগুড়ার গাবতলীতে ৫৪তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড আব্দুর রউফ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী ও প্রধান শিক্ষক এমদাদুল হক। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।