বগুড়ায় জার্মান আর্ট গ্যালারী স্কুলের অফিস কার্যালয় উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় জার্মান আর্ট গ্যালারী স্কুলের অফিস কার্যালয় উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:৩১
বগুড়ায় জার্মান আর্ট গ্যালারী স্কুলের অফিস কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জার্মান আর্ট গ্যালারী স্কুলের অফিস কার্যালয় উদ্বোধন

বগুড়ায় ক্ষুদে শিল্পীদের জন্য জার্মান আর্ট গ্যালারী স্কুলের অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় ফিতা কেটে অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. মোঃ আনিছুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী জিনাত রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তানজিমা আক্তার, আর্মি মেডিকেল কলেজের ডা. শামিমা নাসরিন এবং জেলা সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। অনুষ্ঠানে জার্মান শিল্পী অনীল হোসেন ও নিহারিকা ডোনাও হোসেন ভিডিও কলে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধনের সঙ্গে সঙ্গে আগামী তিন মাসব্যাপী ক্ষুদে শিল্পীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে বাংলাদেশের পাশাপাশি জার্মানি ও অস্ট্রিয়ার শিশু শিল্পীরাও।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বাংলাদেশের ২৫ জন ক্ষুদে শিশু শিল্পীর সংবর্ধনা প্রদান করা হয়, যারা জার্মানি ও অস্ট্রিয়ায় সুযোগ পেয়েছে এবং যাদের চিত্রকর্ম বিক্রি হয়েছে।