রাজশাহীতে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar রাজশাহীতে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:৩২
রাজশাহীতে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফরমার ক্রিকেটার অব রাজশাহী (এফসিআর) এর আয়োজনে  রাজশাহীতে বহুল প্রতীক্ষিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজশাহীর মুক্তমঞ্চে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

“স্বপ্নের শুরু স্কুল মাঠ থেকেই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে রাজশাহীর স্বনামধন্য মোট ২৪টি স্কুল অংশগ্রহণ করছে। স্কুল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে। এরপরে শুরু হবে নকআউট পর্ব। পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীর দুটি ঐতিহ্যবাহী মাঠ- রাজশাহী মেডিকেল কলেজ মাঠ এবং মহিলা ক্রীড়া  কমপ্লেক্স মাঠে।

স্কুল ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সহযোগিতা করছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ- ক্লেমন, ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি বিস্কুট, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, নাবিল গ্রুপ ও মাস্টার শেফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।  তিনি তাঁর বক্তব্যে স্কুল পর্যায়ের ক্রিকেট উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব স্কুল, স্পন্সর, অতিথি এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের শারীরিক শিক্ষক নজরুল ইসলাম বলেন,স্কুল ক্রিকেট রাজশাহীতে ব্যাপক সাড়া জাগিয়েছে। এরকম রঙিন পোশাকে মাঠে খেলতে পেরে স্কুলের ছাত্ররা খুবই আনন্সিত ও উজ্জীবিত। তিনি এ টুর্নামেন্টের দীর্ঘায়ু কামনা করেন।