বগুড়ার শেরপুর উপজেলার ব্র্যাক বটতলা বাজারে অবস্থিত নূরে মদিনা কওমি মাদ্রাসা শুধু শিক্ষাদানের জন্য নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবী আব্দুল হান্নান সাগর মানবসেবার মাধ্যমে ছাত্রদের বাস্তব জীবনেও মানবিকতার শিক্ষা দিচ্ছেন। এতিম ও দরিদ্র শিশুদের সহায়তা, শীতকালীন কম্বল বিতরণ, বিনামূল্যে চিকিৎসা, পানি সরবরাহ ও রক্তদান কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা হচ্ছে।
মাদ্রাসার উদ্যোগে এতিম ও দরিদ্র পরিবারের জন্য প্রতি বছর রমজান মাসে ইফতার আয়োজন করা হয়। ঈদে অসচ্ছল শিশুদের জন্য প্রস্তুত করা হয় লাচ্ছা সেমাই। এ ছাড়া সচেতন রক্তদান কার্যক্রমে ইতিমধ্যেই ৮০০-এর বেশি রক্তের ব্যাগ সংগ্রহ করা হয়েছে, যা অসংখ্য অসুস্থ মানুষের জীবন বাঁচিয়েছে।
মানবিক সহায়তা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। মাদ্রাসার মাধ্যমে দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে, শীতে কম্বল বিতরণ করা হয়েছে এবং বিশুদ্ধ পানির অভাব দূর করতে প্রায় ২০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। ধর্মের সীমা পেরিয়ে হিন্দু পরিবারকেও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া মানসিকভাবে ভারসাম্যহীন এক দরিদ্র নারীর জন্য ঘর নির্মাণের কাজও চলছে।
মাদ্রাসার ছাত্ররা দুর্গত এলাকায় গিয়ে বন্যার সময় ত্রাণসামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেও অংশগ্রহণ করে। এতে আশপাশের দরিদ্র মানুষরা বিনামূল্যে চিকিৎসা সেবা পান।
স্বেচ্ছাসেবক আব্দুল হান্নান বলেন, “ছাত্রদের মানবিক কাজে যুক্ত করার উদ্দেশ্য হলো তাদের ভেতরে মানুষের জন্য কাজ করার মানসিকতা গড়ে তোলা। মানবিকতার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎও আমরা ভাবছি।”
এছাড়া মাদ্রাসা বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, গার্মেন্টস অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিশিয়ান ও স্যানিটারি টেকনিশিয়ান প্রশিক্ষণও প্রদান করছে, যা ছাত্রদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।