ঢাকা প্রতিনিধি: বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে সঠিক পথে পরিচালনার আশ্বাস দিয়েছেন। শনিবার ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেছেন, “আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে; কিন্তু ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমাদের উচিত পূর্বের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যতের দিকে এগোনো।”
তিনি বলেন, হিংসা, প্রতিশোধ ও বিভাজনের ফল ইতোমধ্যেই আমরা দেখেছি। তাই দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে, যাতে তা বিভেদের রূপ না নেয়।
যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এরপর ৩১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
তারেক রহমান সাংবাদিকদের বলেন, “দেশে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে। আমাদের দায়িত্ব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করা।” তিনি বলেন, দেশের প্রায় দুই কোটির বেশি কৃষককে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষক ও দরিদ্রদের জন্য কৃষি কার্ড চালুর ভাবনা রয়েছে।
স্বাস্থ্যসেবার বিষয়েও তিনি জানান, প্রিভেনশন ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে রাষ্ট্রের ব্যয় কমানো এবং নাগরিকদের সুস্থ রাখার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বলেন, “আমরা চাই আপনারা আমাদের সমস্যা ও দেশের মানুষের সমস্যার কথা তুলে ধরুন, যাতে আমরা সেগুলো সমাধান করতে সক্ষম হই।”