বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা রইল না।
রোববার (১১ জানুয়ারি) কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল চেয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) পেয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত সাময়িকভাবে পূর্বের আদেশ স্থগিত করেন। পরে রোববার সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শেষে ব্যাংক কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেওয়া হয়। এর মাধ্যমে কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা পুনরায় বহাল থাকে।
এর আগে গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাজী রফিকুল ইসলামের নাম মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে তিনি ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় কাজী রফিকুল ইসলাম বলেন, “আইনি জটিলতা কাটায় এলাকায় আবার নির্বাচনি আমেজ ফিরে এসেছে। এখন আমরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ শুরু করব। আমার বিরুদ্ধে বারবার অপপ্রচার চালানো হয়েছে, সবাইকে এসব অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে বৈধতা পাওয়ায় এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করব। শহীদ জিয়াউর রহমানের জন্মভূমিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।”