বগুড়ায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ০০:২২
বগুড়ায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফাপর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোজাম্মেল মিয়া নামের এক ব্যবসায়ীর উৎপাদিত গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার এবং খেজুরের রসের সঙ্গে চিনি মেশানোর প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টিও চিহ্নিত করা হয়।

এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা উপজেলার ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে হাইড্রোজ ও চিনি মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার কম্পিউটার অপারেটর আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।