বগুড়ায় উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়ায় বীট মডেল স্কুলের সাফল্য | Daily Chandni Bazar বগুড়ায় উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়ায় বীট মডেল স্কুলের সাফল্য | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ০০:৫৪
বগুড়ায় উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়ায় বীট মডেল স্কুলের সাফল্য
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়ায় বীট মডেল স্কুলের সাফল্য

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ এ উপজেলা পর্যায়ে একের পর এক সাফল্য এনে দিয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। ক্রিকেট, বাস্কেটবল ও টেবিল টেনিসে একাধিক শিরোপা জিতে প্রতিষ্ঠানটি এবারের প্রতিযোগিতায় আলাদা করে নজর কেড়েছে।
প্রতিযোগিতায় ক্রিকেট (বালিকা), বাস্কেটবল (বালক) ও বাস্কেটবল (বালিকা) বিভাগে চ্যাম্পিয়ন হয় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া টেবিল টেনিসে বালিকা দ্বৈত ও বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন এবং বালিকা একক বিভাগে রানারআপ হওয়ার সাফল্য পায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রোববার বিকেলে সদর উপজেলার নুনগোলা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ ও সুশৃঙ্খল প্রশিক্ষণের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভালো করার প্রত্যাশাও জানান তিনি।