প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ০০:৫৮
বগুড়ায় শীতার্তদের পাশে মানবাধিকার কমিশন, লংকাবাংলা ও মুনলাইট
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন, মানবতার সেবা ফাউন্ডেশন, লংকাবাংলা ফাউন্ডেশন এবং মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে পৃথক কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্টরা।
গত শনিবার বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের দুই শতাধিক পরিবারে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। একই অনুষ্ঠানে সংস্থার এরুলিয়া ইউনিয়নের ৪ নম্বর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্নর আলহাজ্ব রফিকুল ইসলাম। ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি রায়হান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন বগুড়ার সভাপতি নুরুন্নবী বুলু, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন।
এদিকে, বগুড়া শহরতলীর বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়েছেন চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম। বিশেষ ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির রিজিওনাল হেড বগুড়া শাখা প্রধান মিজানুর রহমান।
অন্যদিকে, ধুনট উপজেলার বাঙালি নদীপাড় মোহনপুর এলাকার দরিদ্র পরিবার ও এতিমখানার শিশুদের হাতে কম্বল তুলে দিয়েছে মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। বিতরণ কার্যক্রমের আগে মোহনপুর হাফিজিয়া কওমি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।