ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন: নূরুল ইসলামের অভিযোগ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি আব্দুল মান্নানের | Daily Chandni Bazar ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন: নূরুল ইসলামের অভিযোগ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি আব্দুল মান্নানের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ০১:২২
ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন: নূরুল ইসলামের অভিযোগ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি আব্দুল মান্নানের
খবর বিজ্ঞপ্তিঃ

ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন: নূরুল ইসলামের অভিযোগ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি আব্দুল মান্নানের

বগুড়ার কাহালু উপজেলার একটি ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের অভিযোগকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গুজবমূলক’ বলে দাবি করেছেন মো. আব্দুল মান্নান। গত ১০ জানুয়ারি মো. নূরুল ইসলাম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে তিনি বগুড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে মো. আব্দুল মান্নান বলেন, কাহালু উপজেলার শিলকওর মৌজার (জেএল নং–৪৮) সাবেক ৯৫৫ দাগভুক্ত জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়ে নূরুল ইসলাম ও তার পরিবারের পক্ষ থেকে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, উক্ত জমির মালিকানা ধারাবাহিকভাবে বৈধ দলিল, খতিয়ান ও খাজনা পরিশোধের মাধ্যমে তার নামে প্রতিষ্ঠিত।

তিনি জানান, সাবেক ৯৫৫ দাগভুক্ত জমির একটি অংশ ২০১৮ সালে বৈধ কবলা দলিলের মাধ্যমে তিনি এবং ‘প্রতিবন্ধী পুনর্বাসন ও এতিমখানা বিদ্যালয়’ এবং ‘নবাব সবুজ স্মৃতি গণগ্রন্থাগার’ ক্রয় করেন। পরবর্তীতে সেখানে টিনশেড ঘর নির্মাণ করে প্রতিবন্ধী পুনর্বাসন ও এতিমখানা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষ মো. আব্দুল জব্বার ও তার ছেলে নূরুল ইসলাম ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত বিবাদীদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছেন বলেও জানান তিনি।

আব্দুল মান্নান বলেন, প্রতিপক্ষ যে জমির দাবি করছে, সেটি ভিন্ন দাগভুক্ত (বাটা দাগ) জমি, যা তার ক্রয়কৃত সাবেক ৯৫৫ দাগের জমির সঙ্গে কোনোভাবেই মিল নেই। ভুল ব্যাখ্যার মাধ্যমে তারা দখল প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে এবং এর ফলে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই এবং কখনো আওয়ামী লীগ বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।