শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ | Daily Chandni Bazar শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৬
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন (উচ্চ মাধ্যমিক শাখা) চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘জান দেব, জুলাই দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি শেষে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে আধিপত্যবাদবিরোধী ও প্রতিবাদী নানা স্লোগান শোনা যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী জাহিদ আল কারিম বলেন, “ওসমান হাদি আমাদের জুলাইয়ের নায়ক। তার আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই।”

তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদীর অসমাপ্ত লড়াই আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো অন্যায় আপস হতে পারে না।”