কাহালুতে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত | Daily Chandni Bazar কাহালুতে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০০:২০
কাহালুতে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক

কাহালুতে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোমিন (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশে ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাঁস এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মোমিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাতায়াতকালে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, দুর্ঘটনাটি দেখে দ্রুত গাড়ি থামিয়ে পুলিশ ও প্রশাসনকে অবহিত করি এবং শোকাহত স্থানীয়দের শান্ত করার চেষ্টা করি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।