অসহায় বৃদ্ধাকে হুইলচেয়ার দিল সিংড়া মডেল প্রেসক্লাব | Daily Chandni Bazar অসহায় বৃদ্ধাকে হুইলচেয়ার দিল সিংড়া মডেল প্রেসক্লাব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০১:১২
অসহায় বৃদ্ধাকে হুইলচেয়ার দিল সিংড়া মডেল প্রেসক্লাব
সিংড়া, নাটোর সংবাদদাতা

অসহায় বৃদ্ধাকে হুইলচেয়ার দিল সিংড়া মডেল প্রেসক্লাব

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামের শুকরা (৭০) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে নিজের পায়ে হাঁটতে পারেন না। চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এই অসহায় বৃদ্ধাকে।

 
মানবিক সহায়তার অংশ হিসেবে আজ সন্ধ্যায় সিংড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে ওই বৃদ্ধার হাতে একটি হুইলচেয়ার তুলে দেয় সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ সাধারণ সম্পাদক জুলহাস কায়েম ও যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মাদ রবিন খান।
 
হুইলচেয়ার পেয়ে শুকরা ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, এবি সিদ্দিক বাবু ও মোঃ রাকিব।
 
সিংড়া মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।