বগুড়ায় হারানো ৭ লাখ টাকা উদ্ধার; পুলিশের মানবিকতায় হাসি ফিরল ব্যবসায়ীর মুখে | Daily Chandni Bazar বগুড়ায় হারানো ৭ লাখ টাকা উদ্ধার; পুলিশের মানবিকতায় হাসি ফিরল ব্যবসায়ীর মুখে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০১:২৫
বগুড়ায় হারানো ৭ লাখ টাকা উদ্ধার; পুলিশের মানবিকতায় হাসি ফিরল ব্যবসায়ীর মুখে
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় হারানো ৭ লাখ টাকা উদ্ধার; পুলিশের মানবিকতায় হাসি ফিরল ব্যবসায়ীর মুখে

বগুড়া সদর থানা পুলিশের দ্রুত ও মানবিক তৎপরতায় শহরের বড়গোলা মোড় এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামের ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম (৩৫) গত ১০ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন বড়গোলা শেখ মার্কেটের ‘রফিকুল বাংলা স্টোর’ থেকে মালামাল বিক্রির ৭ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। এর মধ্যে ৭ লাখ টাকা একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগে রেখে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বড়গোলা মোড় এলাকায় কেনাকাটা করতে যান তিনি।
কেনাকাটা শেষে রাত আনুমিক ১০টা ১০ মিনিটে অসাবধানতাবশত বড়গোলা মোড়ের মিল্টন এন্টারপ্রাইজ দোকানের ক্যাশ টেবিলের ওপর টাকার ব্যাগটি রেখে দোকান থেকে বের হয়ে যান আশরাফুল ইসলাম। কিছু সময় পর টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়া সদর থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। পরবর্তীতে হারিয়ে যাওয়া ৭ লাখ টাকার শপিং ব্যাগটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম এর নেতৃত্বে  সাক্ষীদের উপস্থিতিতে জিন্মানামা মূলে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানের মালিক বা কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন টাকা ফিরে পাওয়া ব্যবসায়ীসহ স্থানীয় ব্যবসায়ী মহল।