বগুড়া সদরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলসহ যুবক আটক | Daily Chandni Bazar বগুড়া সদরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলসহ যুবক আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০১:২৬
বগুড়া সদরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলসহ যুবক আটক

‎বগুড়া সদর উপজেলার নামুজা বড় টেংরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলসহ একটি অবৈধ ছাপাখানা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে একজন যুবককে আটক করা হয়েছে।

‎আটক ব্যক্তি হলেন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের আটোবালা গ্রামের বাচ্চুর পুত্র শাকিল। পুলিশ জানায়, তিনি নামুজা বড় টেংরা এলাকায় আঃ রশিদের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ছাপানোর অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

‎অভিযানকালে ছাপাখানা থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, ছাপার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ও তার সহযোগী রাজু নকল ব্যান্ডরোল তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি নকল ব্যান্ডরোল চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম