গাবতলীতে জমি বিরোধের জেরে মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা, আটক ৪ | Daily Chandni Bazar গাবতলীতে জমি বিরোধের জেরে মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা, আটক ৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২৩:৪৫
গাবতলীতে জমি বিরোধের জেরে মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা, আটক ৪
নিজস্ব প্রতিবেদক

গাবতলীতে জমি বিরোধের জেরে মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা, আটক ৪

আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে একটি মামলার সাক্ষী আবু বক্কর সিদ্দিককে (৫৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীসহ চারজনকে আটক করেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

আটকরা হলেন—মন্টু প্রামাণিক (৪০), মাজেদা বেগম (৩০), মামুন মিয়া (২২) ও মনোয়ারা রুবি (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতহলিদা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দেড় বছর আগে ওই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এরশাদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় এরশাদের ভাই আতাউর রহমান বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন আবু বক্কর সিদ্দিক।

স্থানীয়দের অভিযোগ, মামলায় সাক্ষ্য না দেওয়ার জন্য আসামিপক্ষ দীর্ঘদিন ধরে আবু বক্কর সিদ্দিককে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন মাগরিবের নামাজের পর প্রতিপক্ষরা আতাউর রহমানের বসতবাড়িতে হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় বুরুজ বাজার থেকে আবু বক্কর সিদ্দিক ও আতাউর রহমান মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন।

বাড়িতে পৌঁছানোর পর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় আতাউর রহমানসহ আরও চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিস বলেন, জমি ও বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে পূর্বের একটি মামলার সাক্ষীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।