বগুড়ায় প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ায় প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৫
বগুড়ায় প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার

গতকাল সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে বগুড়া সদর থানাধীন থানা রোডের আকবরিয়া হোটেলের সামনে থেকে অটোরিকশায় রাখা এক প্রবাসীর একটি লাগেজ ও একটি কাঁধব্যাগ হারিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসী শাকিল (২৬) লিবিয়ায় প্রায় চার বছর প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফিরে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার নিজ বাড়িতে যাচ্ছিলেন। শেরপুর রোড থেকে চারমাথা বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি অটোরিকশায় উঠেন। পথিমধ্যে আকবরিয়া হোটেলের পাশে একটি মানি এক্সচেঞ্জ অফিসে ঢোকার সময় অটোরিকশায় তার লাগেজ ও ব্যাগ রেখে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি অটোরিকশাটি আর খুঁজে পাননি।
ঘটনার পর বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই রাজীব হোসেন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে সংগৃহীত সিসিটিভি ফুটেজ বগুড়া সদর পুলিশ ফাঁড়ির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে অটোরিকশা চালকের সন্ধান চাওয়া হলে ২৪ ঘণ্টার মধ্যেই চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
এরপর বগুড়া সদর থানাধীন খামারকান্দি মধ্যপাড়া এলাকা থেকে প্রবাসীর হারানো লাগেজ ও ব্যাগ উদ্ধার করা হয়। অটোরিকশা চালক জানান, ব্যস্ত সড়কে মালামাল রেখে যাত্রী নেমে যাওয়ায় তিনি মালিককে খুঁজে না পেয়ে লাগেজগুলো নিজের বাড়িতে নিয়ে নিরাপদে হেফাজতে রাখেন।
উদ্ধারকৃত লাগেজে থাকা সব মালামাল অক্ষত অবস্থায় ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।