বগুড়া জেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়া জেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৮
বগুড়া জেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
হেলাল, বগুড়া

বগুড়া জেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়ায় জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া  প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে   প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আব্দুল ওয়াজেদ।
বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।
বগুড়া জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বগুড়া জেলা সহকারী শিক্ষা অফিসার ফজলুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক আঃ মান্নান, খালেদ মাহমুদ রুবেল, জাহাঙ্গীর আলম, সুলতান আহমেদ, হাসান ইমাম, আব্দুস সবুর, ফজলে রাব্বি, আয়েশা সিদ্দিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা অর্জন করতে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ হিসেবে গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
উদ্বোধনী খেলায় ক্রিকেট,ভলিবল, টেবিল টেনিস,বাস্কেটবল, অ্যাথলেটিক, ব্যাটমিন্টন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেছে।
ক্যাপশনঃ গতকাল মঙ্গলবার সকালে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া  প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ।