সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ | Daily Chandni Bazar সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ০০:১৬
সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নাটোরের সিংড়ায় শরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৫০)-এর বিরুদ্ধে এক নারী ও তার কিশোরী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত মা ও মেয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বিকেল সাড়ে ৩টার দিকে সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তার আত্মীয় হলেও দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুনজরে দেখতেন এবং একাধিকবার কুপ্রস্তাব দিয়েছেন। বিষয়টি জানার পর তিনি অভিযুক্তকে সতর্ক করেছিলেন।

তিনি আরও জানান, ঘটনার দিন তিনি জমির কাজে বাইরে ছিলেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক জোরপূর্বক ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এতে বাধা দিলে মারধর ও ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শারীরিকভাবে আহত করা হয়। চিৎকার শুনে কিশোরী মেয়ে ও বৃদ্ধ মা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত মা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয়রা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি পারিবারিক বিষয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।