বগুড়ায় জাপার কার্যালয়ের তালা খুলে দিল প্রশাসন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় জাপার কার্যালয়ের তালা খুলে দিল প্রশাসন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২৩:২৪
বগুড়ায় জাপার কার্যালয়ের তালা খুলে দিল প্রশাসন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জাপার কার্যালয়ের তালা খুলে দিল প্রশাসন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কার্যালয় দখলমুক্ত হওয়ার পর বগুড়া জেলা জাতীয় পার্টির দোয়া ও আলোচনা সভা। বুধবার বিকেলে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে। ছবি: প্রথম আলো হতে সংগৃহীত

বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয় দখল করে টানানো ব্যানার সরিয়ে নেওয়ার পর কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের নির্দেশনার পর মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এরপর বুধবার বিকেলে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা জাপা।

দলীয় সূত্রে জানা গেছে, জাপার প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বুধবার বিকেলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।

দোয়া মাহফিল শেষে আয়োজিত আলোচনা সভায় জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন জাপার রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল, জেলা জাপার নেতা ফজলে রহিম, আবদুল্লাহ আল মামুন, গনি সরকার, মন্টু পশারী, আবু তাহের, আবদুল মজিদ আলমগীর মোনছেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার বলেন, ‘গত শনিবার “জুলাই যোদ্ধা” পরিচয়ে কয়েকজন ব্যক্তি জেলা জাপার কার্যালয় দখল করে বাইরে দুটি ব্যানার টানান এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। জেলা প্রশাসকের হস্তক্ষেপে সোমবার ব্যানার অপসারণ এবং মঙ্গলবার সন্ধ্যায় তালা খুলে দেওয়া হয়।’

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে কয়েকজন ব্যক্তি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত জাপার কার্যালয় দখল করেন। এ সময় কার্যালয়ে টানানো জাপার ব্যানার খুলে ফেলে বাইরে ‘জুলাই গণ-অভ্যুত্থান গবেষণাকেন্দ্র’ ও ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ’ লেখা দুটি ব্যানার টানানো হয়।