বগুড়ায় রিটার্নিং অফিসারের সঙ্গে জামায়াতের ৭ সংসদ সদস্য প্রার্থীর একযোগে মতবিনিময় | Daily Chandni Bazar বগুড়ায় রিটার্নিং অফিসারের সঙ্গে জামায়াতের ৭ সংসদ সদস্য প্রার্থীর একযোগে মতবিনিময় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২৩:৩৩
বগুড়ায় রিটার্নিং অফিসারের সঙ্গে জামায়াতের ৭ সংসদ সদস্য প্রার্থীর একযোগে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় রিটার্নিং অফিসারের সঙ্গে জামায়াতের ৭ সংসদ সদস্য প্রার্থীর একযোগে মতবিনিময়

সাতটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। ছবি : কালবেলা হতে সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়ার সাতটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তারা বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় (ডিসি অফিসে) গিয়ে এ মতবিনিময় করেন।

এ সময় জামায়াত মনোনীত প্রার্থীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ রক্ষায় তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন— বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের প্রার্থী আলহাজ দবিবুর রহমান, বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনের প্রার্থী মাওলানা গোলাম রব্বানী।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘উপজেলা পর্যায়ে বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত করছে। এ কারণে আমরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের অনুরোধ জানিয়েছি।’