বগুড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ, মামলা | Daily Chandni Bazar বগুড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ, মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২৩:৪১
বগুড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ, মামলা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ, মামলা

বগুড়ার শেরপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে এক কিশোরসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলাটি গত শুক্রবার রাতে দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— সাইফুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম (৪৮), আব্দুল মালেকের ছেলে সেলিম (৩০) এবং সাইফুল ইসলামের ছেলে আশিক (৩২)।

থানা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী শুক্রবার ইফতারের পর পাশের একটি দোকানে যায়। এ সময় প্রতিবেশী সাইফুল ইসলামের অপ্রাপ্তবয়স্ক ছেলে (১৪) মোবাইলে গেম খেলার কথা বলে তাকে ডেকে একটি অন্ধকার গলিতে নিয়ে যায় এবং সেখানে যৌন নিপীড়ণের চেষ্টা করে।

ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “যৌন নিপীড়ণের অভিযোগে একটি মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।