রায়পুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা | Daily Chandni Bazar রায়পুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৯
রায়পুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
রায়পুরা, নরসিংদী সংবাদদাতা :

রায়পুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতুলি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় দুইটি পৃথক মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদীর তত্ত্বাবধায়ক প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

এ সময় রায়পুরা থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ ওষুধ সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।