বগুড়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল | Daily Chandni Bazar বগুড়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ ০০:০৫
বগুড়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মালতীনগর বগুড়া মহিলা ডিগ্রী কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। দেশের শিক্ষার মান উন্নয়নে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

লালু আরও বলেন, শিক্ষা ও মেয়েদের শিক্ষার জন্য খালেদা জিয়ার সরকার বিভিন্ন কর্মসূচী চালু করেছিলেন। অসহায় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা ছিল তার সময়ের একটি বড় উদ্যোগ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বগুড়া মহিলা ডিগ্রী কলেজের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম, সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন, বিএআরআই বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল হাসান সুজা, গভর্নিং বডির সদস্য ও শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।