নন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার | Daily Chandni Bazar নন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ ০০:০৬
নন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
নন্দীগ্রাম, বগুড়া সংবাদদাতা

নন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উপজেলা ও পৌর বিএনপির সাবেক দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতারা হলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে আজাদ এবং নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। বুধবার ১৪ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় এই সিদ্ধান্তকে নন্দীগ্রাম বিএনপির সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় সাবেক সভাপতি এ কে আজাদ ও কামরুল হাসান সিদ্দিকী জুয়েল এক যৌথ বক্তব্যে বলেন, আলহামদুলিল্লাহ আমরা বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি দেশবরেণ্য নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪আসনের সাবেক এমপি  মোশারফ হোসেন এবং নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি। তারা আরও বলেন, দলের যেকোনো প্রয়োজনে আমরা অতীতের মতো আগামীতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। দলের স্বার্থই আমাদের কাছে সর্বোচ্চ। দলীয় সূত্র জানায়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। দীর্ঘদিন পর অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা ফেরায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ, ঐক্য ও সাংগঠনিক গতিশীলতা সৃষ্টি হয়েছে।