গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ ০০:১৪
গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার
গাইবান্ধা সংবাদদাতাঃ

গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার এমপি পাড়া থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার সহায়তায় মহাসড়কের উপর পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, চোরেরা গত ২ জানুয়ারি রাতে মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-চ-১৩-১৫৫৭) গাড়ির মালিক দাউদ হাসান চৌধুরীর গ্যারেজ থেকে চুরি করে। চুরির অভিযোগে ৪ জানুয়ারি মামলা (নং ০৩) দায়ের করা হয়েছিল। এসআই আসাদুজ্জামান ও তার টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।