নতুন পে স্কেল ঘোষণার অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা, মহার্ঘ ভাতা চলবে আগের মতো | Daily Chandni Bazar নতুন পে স্কেল ঘোষণার অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা, মহার্ঘ ভাতা চলবে আগের মতো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ ০০:২৬
নতুন পে স্কেল ঘোষণার অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা, মহার্ঘ ভাতা চলবে আগের মতো
নিজস্ব প্রতিবেদক

নতুন পে স্কেল ঘোষণার অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা, মহার্ঘ ভাতা চলবে আগের মতো

দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনা চললেও অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত নতুন পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। তবে সরকার নিশ্চিত করেছে, নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা মিলবে।

সরকারি সূত্রে জানা গেছে, আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন পে স্কেল ঘোষণার জন্য গঠিত পে কমিশন কাজ বন্ধ করা হয়নি। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে কার্যক্রম চালিয়ে যেতে—যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায়। চূড়ান্ত প্রতিবেদন নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মহার্ঘ ভাতা ও বেতন কাঠামোর বর্তমান অবস্থা

২০২৫ সালে মহার্ঘ ভাতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ২০২৫ সালের ১ জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ এবং দশম থেকে ২০ গ্রেডের কর্মীদের জন্য ২০ শতাংশ হারে ভাতা প্রদানের বিষয়ে আলোচনার পর সরকার পে স্কেলের দিকে অগ্রসর হয়

বর্তমানে সরকারি চাকরিজীবীরা অষ্টম বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। এটি ২০১৫ সালের ১ জুলাই কার্যকর হয়। এর আগে ২০০৯ সালের ১ জুলাই সপ্তম বেতনকাঠামো ঘোষণা করা হয়েছিল। সাধারণত সরকার পাঁচ বছর পর পর নতুন বেতনকাঠামো ঘোষণা করে থাকে। কিন্তু অষ্টম বেতনকাঠামো ঘোষণার ৯ বছরের বেশি সময় পার হলেও নতুন কাঠামো না আসায় অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছেছে।

মূল্যস্ফীতি এবং দীর্ঘ সময়ের ব্যবধানকে মাথায় রেখে ২০২৩ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে।

পে কমিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা

২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের ঠিক আগের সময়সীমা।

সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল ঘোষণার আগে পর্যন্ত বিদ্যমান মহার্ঘ ভাতা অনুযায়ী বেতন পাবেন—প্রথম থেকে নবম গ্রেড ১৫ শতাংশ এবং দশম থেকে ২০ গ্রেড ২০ শতাংশ হারে।