বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিনটি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—শাহজাহানপুর উপজেলার খননা ওমর দিঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) এবং শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।
থানা সূত্রে জানা যায়, আটককৃত দুই যুবক দীর্ঘদিন ধরে বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র ধুনট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”