পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না | Daily Chandni Bazar পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০১:৩৩
পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না
নিজস্ব প্রতিবেদক

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র থেমে নেই। প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেটিও একটি সূক্ষ্ম ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল সর্বদা প্রস্তুত আছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে, সেই পরিস্থিতি থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা কঠিন হলেও অসম্ভব নয়। তরুণ সমাজকে সামনে রেখে সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে যুবদল কাজ করছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুরু হওয়ার পর সেটিকে বেগবান করে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারেক রহমানের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাত্র-জনতার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে ধাবিত করেছিলেন তিনি। এ আন্দোলনে যুবদলের প্রতিটি ইউনিটের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

মুন্না বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্র সংস্কারের পক্ষে। দলটির শীর্ষ নেতারা ইতোমধ্যে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট করেছেন।

রাজশাহী বিভাগের যুবদলের ৯টি ইউনিটের নেতাদের অংশগ্রহণে এই সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।