জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত | Daily Chandni Bazar জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০২:০০
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
খবর বিজ্ঞপ্তিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে এই স্বীকৃতির সনদ জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করেন।

এপিবিএন সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন অব্যাহত রেখেছে।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, যার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: শহীদ আবু সরোয়ার এবং গভর্নিং বডির পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

ফলাফলের পেছনের প্রধান কারিগর হিসেবে ধন্যবাদ জানানো হয়েছে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবা হক, ট্যাগ অফিসার সিনিয়র এএসপি জমোহাম্মদ তৌফিকুল ইসলাম, শিক্ষক মন্ডলী ও সংশ্লিষ্ট সকলকে।